শিব্বির আহমদ রানা : বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বাঁশখালী শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ২১ জুন ২০১৭ ইং বুধবার বিকালে বাঁশখালী উপজেলা সদরে অবস্থিত বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মাও: আবুল বশর জিহাদীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে ছনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কছির উদ্দীনের সঞ্চালনায় ও জলদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী চাহেল তস্তরি। প্রধান আলোচক ছিলেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুল ইসলাম, মো. সেলিম উদ্দীন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাঁশখালী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু শংকর প্রসাদ দাশ , প্রধান শিক্ষদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন ডেপুটি ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছমদ, উত্তর বড়ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আবুল বশর, ডোংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন ছিদ্দিকী, পূর্ব মিনজিরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিকদার, অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আজিজুর রশিদ চৌধুরী, কাঞ্চন দাশ গুপ্ত, নুর মোহাম্মদ, শফিউল আলম সহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। ইফতারোত্তর মাহফিলের মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ জসিম উদ্দীন।
Meskatul Islam