প্রাণ মি.ম্যাঙ্গো’র ফেসবুক পেজে ‘বাঁশখালী’! ( Banshkhali )

প্রাণের ফেসবুক পেজে বাঁশখালীর ( Banshkhali ) পর্যটন নিয়ে করা পোস্টে ব্যাপক সাড়া

পর্যটন ডেস্কঃ  প্রাণ মিস্টার ম্যাঙ্গো’র পেজে এবার তুলে ধরা হলো বাঁশখালীর ( Banshkhali ) পর্যটন স্পটসমূহকে।  এটা বাঁশখালীর জন্য গৌরবের বিষয়। তারা লিখেছে- চট্টগ্রাম শহর থেকে পূর্ব-দক্ষিণে ৪৪ কি. মি. দূরে অবস্থিত। এ উপজেলার উত্তরে সাঙ্গু নদী, পূর্বে পাহাড় শ্রেণী ও পশ্চিমে বঙ্গোপসাগর। ঘুরে দেখার মত আছে অনেক দর্শনীয় স্থান বাঁশখালী ( Banshkhali ) ইকোপার্ক, চাঁদপুর-বেলগাঁও চা বাগান, খানখানাবাদ ( Khankhanabad ) সমুদ্র সৈকত, জলদী সংরক্ষিত বনাঞ্চল। এই জায়গাটি এখনও অনেকের অজানা তাই দেরি না করে ঘুরে আসো। কবে যাচ্ছো সেখানে? #MrMango # (হুবহু তুলে ধরা হলো)

লিঙ্কঃ https://www.facebook.com/PranMrMango/photos/a.336636559680798.90195.298396666838121/1350887204922390/?type=3&theater

 

আজ (২৯ অক্টোবর ২০১৬) পর্যন্ত তাতে লাইক পড়েছে ১৬০০০+, ২৮৮ কমেন্ট, শেয়ার হয়েছে ২৬ । তাতে কমেন্টকারীরা বাঁশখালীর এই পর্যটনস্পটগুলোর ব্যাপারে জেনে খুশি হয়েছে এবং ঘুরে আসার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে।

বাঁশখালী টাইমস্‌ পরিবারের পক্ষ থেকে তাঁদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।

 

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *