৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। মুজিববর্ষে “বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা ছাত্রলীগ এর সহ-সম্পাদক জাহিদ হাসান ও এবং ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ইফতেখার চৌধুরী-এর উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। এ বিষয়ে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বলেন, আমরা দেশরত্ন “শেখ হাসিনা”র নির্দেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই নানান সামাজিক কর্মকান্ড করেছি। তারই ধারাবাহিকতায় আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি পালনের লক্ষ্যে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। ভবিষ্যতেও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের প্রতিটি ইতিবাচক কর্মকান্ডের অংশীদার হয়ে রাজপথে থাকব। এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, এরশাদ হোসাইন , কাথরিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক, আব্দুর রহিম, আইয়ুব খান। ছাত্রলীগ নেতা ইফতেখার বলেন, “জননেত্রী দেশরত্ন ‘শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক আমাদের জনকল্যাণমূলক ও পরিবেশ বান্ধব সকল ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে”।
