বাঁশখালী টাইমস: বাঁশখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ছোটন দেব নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার বিকাল ৩ টার দিকে বাঁশখালী প্রাইম ব্যাংক শাখার এসির কাজ করছিল সুজন দেব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ‘সুজন আমাদের মিস্ত্রি ছিল আমরা দুইজন তার হেলপার হিসেবে কাজ করছিলাম প্রাইম ব্যাংকের বাঁশখালী শাখায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মনিরা ইয়াসমিন জানায় রোগী এখানে আনার অনেক আগেই মৃত্যুবরণ করেছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার মুঠোফোনে জানান ‘এরকম একটা ঘটনা আমরা শুনছি। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা যায় সুজন দেব হাটহাজারী থানার পশ্চিম দেওয়ান নগর সদর ইউনিয়নের দুলাল চন্দ্রের পুত্র ।