রূপায়ন দেব

প্রশাসন ক্যাডারে মেধাতালিকায় ‘দশম’ বাঁশখালীর ছেলে রূপায়ন দেব

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: সদ্য ঘোষিত ৩৮ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মেধাতালিকায় দশম স্থান অধিকারের গৌরব অর্জন করেছেন বাঁশখালীর সন্তান রূপায়ন দেব। সে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মহসিন কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেন। রূপায়ন দেব ক্যাম্পাসে তুখোড় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত। বর্তমানে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন।

এ প্রসঙ্গে রূপায়ন দেব ফেসবুকে লিখেন- ‘মাত্র রুমে আসলাম। আজকে ৩০ জুন, ব্যাংক ক্লোজিং। তাই প্রচন্ড চাপে ছিলাম। রেজাল্ট দেওয়ার পরও দেখার সুযোগ হচ্ছিলো না। কাজ শেষ করে এক ফাঁকে রেজাল্ট দেখলাম, প্রথমে লাইভস্টক ক্যাডারে নিজের রোল না পেয়ে বুক কাঁপা শুরু হয়। এরপর নিজের রোলটা সার্চ দিলাম আর যা দেখলাম তাতে বুকের কাঁপন দ্বিগুন হলো। প্রশাসন ক্যাডার, তাও আবার দশম!

অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন। অফিসে ব্যস্ত থাকায় রিপ্লাইও দিতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের ভালোবাসা আমার আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে।
আমার প্রথম বিসিএস ৩৮ তম। এই যাত্রায় অনেকগুলো মানুষ আমাকে সাহস যুগিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ।

আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার বিশ্ববিদ্যালয়ের Md Zohorul Islam স্যারের কাছে। ভাইবার আগের দিন আমি একটা প্রশ্নের গোছানো উত্তর পাচ্ছিলাম না। স্যারকে মেইল করলাম। স্যার সুদূর হাভার্ড থেকে আমাকে রিপ্লাই দিলেন। অনেক সুন্দর করে গুছিয়ে দিলেন। ভাইবা বোর্ডে আমাকে করা প্রথম প্রশ্নই ওটা ছিলো। আমার উত্তর শুনে স্যাররা খুব খুশি হয়েছিলেন। ভাইবার শুরুতেই একটা পজিটিভ ইম্প্রেশন তৈরী করা অনেক বড় ব্যাপার ছিলো। এই মানুষটার কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন।

রূপায়ন দেব বলেন, “সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। যেনো আপনাদের প্রত্যাশা, ভালোবাসার পূর্ণ মর্যাদা আমি দিতে পারি৷ এই দেশের জন্য কিছু করতে পারি।”

আরো পড়ুন – http://শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঁশখালীর ইমরান হাসান চৌধুরী

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *