তরুণ কবি ও কথাশিল্পী আলাউদ্দিন আদর ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ২০১৮’ পেয়েছেন।প্রতিশ্রুতিশীল প্রকাশনা প্রতিষ্ঠান বাংলা প্রকাশনের উদ্যোগে পাণ্ডুলিপি প্রতিযোগিতার মাধ্যমে এ পুরস্কার প্রবর্তন করেছে।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ৩০ বছরের কম বয়সী তরুণ কবিদের কাছে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো থেকে বিচারকমণ্ডলী কবি ও কথাশিল্পী আলাউদ্দিন আদরের‘সাহিত্যে নোবেল : ভেতর বাহির ’ পাণ্ডুলিপিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেন।
বাংলা প্রকাশনের প্রকাশক কবি এ এস এম জসিম জানান, তরুণদের সাহিত্য চর্চায় এগিয়ে আনতে তাদের এই আয়োজন। এ বছর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আট জন তরুণ লিখিয়ে।পুরস্কার হিসেবে আলাউদ্দিন আদরসহ প্রত্যেকই পাবেন-অর্থ,সনদ,ক্রেষ্ট এবং জমাকালো সংবর্ধনা । বাংলা প্রকাশন এই পাণ্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশ করবে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে কবি আলাউদ্দিন আদর বলেন, প্রত্যেক অর্জনই মানুষকে প্রফুল্ল করে।কাজের স্বীকৃতি পেলে সবাই আনন্দিত ও পুলকিত হয়। সেই সাথে দায়বোধও বেড়ে যায়।টিকে থাকার কিংবা আরো ভালো কিছু করার।আমি কাজ করে যেতে চাই নিরন্তর।
কবি আলাউদ্দিন আদরের জন্ম ১০ই ফেব্রুয়ারী ১৯৯২ সালে, ফেনীতে। মা পান্জাব বিবি ও বাবা মৃত আব্দুল ওহাব। তিনি পড়াশুনা করেছেন ইঞ্জিনিয়ারিং’এ,পুরপ্রকৌশল বিদ্যায়। বেসিক কাজের সেক্টরও সিভিল ইঞ্জিনিয়ারিং।বর্তমানে একটি বৃহৎ বেসরকারি প্রকৌশল প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত । তিনি নিয়মিত লেখালেখি করছেন একযুগেও বেশি সময়।সম্পাদনা করেন ‘সময়ের জানালা’নামক জনপ্রিয় ত্রৈমাসিক পত্রিকাটি। এছাড়াও বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কাজ করছেন বেশ কিছুদিন।