মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ মোহাম্মদ আজাদের অবসর জনিত বিদায় সংবর্ধনা ও এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার বিকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাঁশখালী শাখার উদ্যােগে পৌর সদরস্থ গ্রীণ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন বাণীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুমন দে।
বড়ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জননাল আবেদীন ও বদরুদ্দীন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ যিনি আমাদের মাঝ থেকে অবসরজনিত বিদায় নিচ্ছেন তিনি হলেন প্রধান শিক্ষক আলহাজ্ব রাজ মোহাম্মদ আজাদ । তিনি ছিলেন একজন বিশাল গুণের অধিকারী। যার অবদান শুধু বাঁশখালী পৌরসভায় নয় পুরো উপজেলায় তার সুনাম রয়েছে। তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আমি তার দীর্ঘ হায়াত কামনা ও সকলের নিকট দোয়া চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্স্ট্রাক্টর মোঃ সেলিম উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সুফিয়ান, আবু বক্কর, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাঁশখালী উপজেলা সভাপতি শ্যামল কিশোর চৌধুরী, সাধারণ সম্পাদক রাজ মোহাম্মদ আজাদ, কাউন্সিলর জমশেদ আলম, পৌরসভা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব হামিদ উল্লাহ, কাউন্সিলর কাঞ্চন বড়ুয়া, কাউন্সিলর আব্দুল গফুর, জালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোঃ ইউনুস, জসিম উদ্দিন সিদ্দিকী, জয়নাল আবেদীন, করিমুন্নেচ্ছা বাপ্পি, সাগরিকা দাশ,শফিকুল ইসলাম, ওমর ফারুক, মোঃ হাসান, প্রধান সমন্বয়কারী মোঃ সেলিম উদ্দীন, সহকারী শিক্ষক নুর মোহাম্মদ, জসিম উদ্দিন, রোকন উদ্দীন, দেলোয়ার হোসেন, আব্দুল মালেক, পলাশ দেব, আনোয়ারুল আজিম প্রমুখ।