বিটিডেস্ক : ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য বাড়ি তৈরী করে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য যে, মেহেদী হাসান মিরাজের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে। অনেকদিন ধরেই তার পরিবার খুলনায় থাকে। খালিশপুরের বরিশাল জেলা কল্যাণ সমিতির অফিসের পেছনে একটি ভাড়া বাসায় থাকে তার পরিবার। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ইতিমধ্যে খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব আবুল কালাম আজাদ । বাড়ি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে এই ব্যবস্থা নিবে স্থানীয় জেলা প্রশাসন ।