
বাঁশখালী টাইমস: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সোমবার (৪ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ চারজনের নিয়োগ সংক্রান্ত ফাইলে সম্মতি দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠিয়েছেন। রাষ্ট্রপতির স্বাক্ষর করলে চারজনের নামে গেজেট জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে খবরটি জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি রাজনৈতিক এবং কৃষিবিদ হুমায়ুন বিশেষ সহকারি অর্থনৈতিক হতে চলেছেন।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা সাতকানিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সুনীল কান্তি বড়ুয়ার।
বিপ্লব বড়ুয়া ১৯৭৩ সালের ১ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের খুসাঙ্গের পাড়া গ্রামের মাস্টার বাড়িতে জন্মগ্রহণ করেন।