বাঁশখালী টাইমস প্রতিবেদক: গোটা বাংলাদেশের হাতে গোনা কিছু সংখ্যক উদীয়মান তরুণের সাথে আজ সাক্ষাৎ করবেন – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান স্বপ্নদ্রষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়।
এদের মধ্যে ডাক পেয়েছেন বাঁশখালীর সাধনপুরের সন্তান সোমেন কানুনগো।
চট্টগ্রাম থেকে একজন তরুন সংগঠক হিসেবে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রত্যাশিত ‘লেটস টক উইথ – সজীব ওয়াজেদ জয়’ অনুষ্ঠানে।
এ প্রসঙ্গে বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে সোমেন কানুনগো বলেন- ‘পুরো বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অন্যতম রূপকারের সাথে সরাসরি কথা বলার আমন্ত্রণ আমাকে অনুপ্রাণিত করেছে, অনেক সম্মানিতবোধ করছি।’
দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকা, বেকারত্ব ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।
বাঁশখালী নিয়ে তাঁর ভাবনা জানতে চাইলে তিনি বলেন- বাঁশখালীর স্কুল পর্যায়ে কাজ করার একটা উদ্যোগ আছে, কম সময়ের মধ্যে সেটা শুরু হবে’
আজ ১৫ এপ্রিল ২০১৮ ইং সিআরআই এর উদ্যোগে রাজধানীর রেডিসন ব্লুতে সারাদেশ থেকে বাছাইকৃত তরুণ উদ্যোক্তা ও সংগঠকদের নিয়ে তিনি দেশের আর্থসামাজিক বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।
তিনি ডিইসি পরিবার, সি আর আই, ইয়ং বাংলা এবং ডিইসি এর সকল শুভানুধ্যায়ীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সোমেন কানুনগো গত বছর সিআরআই কর্তৃক সারাদেশ হতে বাছাইকৃত তরুণ উদ্যোক্তা হিসেবে এওয়ার্ড অর্জন করেন।
তিনি ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে তরুণদের স্কিল, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সোশ্যাল এওয়ারনেস ও লিডারশীপ নিয়ে কাজ করে যাচ্ছেন।