
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরষ্কুশ বিজয়ের পর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম বাঁশখালীর ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান, চট্টগ্রাম ওমর গণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ নেতা (যুক্তরাষ্ট্র প্রবাসী), শিকাগো ইলিনয় স্টেট আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ সালাহ্উদ্দিন হায়দার।
টানা তৃতীয় বারের মত বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতার মঞ্চে আসার জন্য আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সংগঠিত করার পাশাপাশি বাঁশখালীর তৃণমূল আওয়ামী লীগকেও সংগঠিত করার নির্দেশ দেন তরুণ এই আওয়ামীলীগ নেতাকে।