প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মোস্তাফিজুর রহমান এমপি

বাঁশখালী টাইমস: তৃতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভসহ বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে ফুলেল শুভেচ্ছা জানান বাঁশখালী হতে নৌকা প্রতীকে টানা ২য় বার নির্বাচিত সংসদসদস্য জননেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী।

BanshkhaliTimes

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গত পরশু তাঁর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

এ বিজয় উপলক্ষে গতকাল সোমবার বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। গণভবনে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁরা।

মন্ত্রী, রাজনৈতিক নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, বিজিবি, পুলিশ ও র‍্যাবের প্রধানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা) ১ লক্ষ ৭৫ হাজার ৩ শত ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ২৬ হাজার ৩ শত ৭০ ভোট।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *