BanshkhaliTimes

প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে লেয়াকত আলীর বিরুদ্ধে লিটনের মামলা

বাঁশখালী টাইমস প্রতিবেদক: প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে বিএনপি নেতা ও গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা আবদুল্লাহ কবির চৌধুরী লিটন।

আদালত মামলাটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। মামলাটির ফাইলিং আইনজীবি হিসেবে ছিলেন এ.আর.এম তকছিমুল গণি (ইমন)।
এ ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা ও মামলার বাদী আবদুল্লাহ কবির চৌধুরী লিটন বলেন, বিএনপি নেতা লেয়াকত আমার নেত্রীকে হেয় করে কুরুচি সম্পন্ন বক্তব্য প্রদান ও সরকারকে হুমকি দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ায় আমি একজন আওয়ামীলীগের সাধারণ কর্মী হিসেবে এর প্রতিবাদ করার আইনগত অধিকার আমার রয়েছে। তাই আদালতের শরণাপন্ন হয়ে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করি।

এ বিষয়ে যোগাযোগ করলে লেয়াকত আলীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সাথে কথা বলা যায়নি।
তাঁর বিশ্বস্থ সহযোগী বিএনপি নেতা আবু আহমদ বলেন- ‘রাজনৈতিক স্লোগান সবাই দিতে পারে। আমার নেতা বিএনপি থেকে মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচন করবে তাই প্রতিহিংসা থেকে এ মামলা করা হয়েছে। এ ষড়যন্ত্রে আমাদের দলের মানুষও জড়িত থাকতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি জলদীতে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লেয়াকত আলী। উক্ত অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে স্লোগান দেয়ার অভিযোগ উঠেছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *