প্রত্যাশার শিক্ষাসফর ‘ড্রীম-২০১৮’ অনুষ্ঠিত

‘ভ্রমণে বাড়ে আত্মবিশ্বাস, ভ্রমণে বাড়ে জ্ঞান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের স্বনামধন্য চকবাজারস্থ ‘প্রত্যাশা একাডেমিক এন্ড প্রফেশনাল কেয়ার’ এর উদ্যোগে শিক্ষা সফর ‘ড্রীম-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন প্রোগ্রামের একঝাঁক শিক্ষার্থী ও শিক্ষকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ শিক্ষা সফরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা পরিচালক এইচ. এম. আবদুর রহিম।

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি কাপ্তাই, জীপতলী, লেক, জুম রেস্তোরাঁয় গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার আনন্দঘন আয়োজনে মেতে উঠেছিল অংশগ্রহণকারীরা।

এতে শিক্ষক নিবন্ধন ছাত্র কামাল হোসাইন, হাফেজ ওসমান গনি, রৌবানা শালিন ফেরদৌস, সামিয়া আকতার সামি, ঈশিতা মুমু ও এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ ইশরাক হোসেন, সাইফুল, ছাত্র আকিব উদ্দীনের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলুন ফুটানো, সুই সূতা, কুইজ প্রতিযোগিতার জমজমাট আয়োজন ছিল বাড়তি আনন্দের খোরাক। সবশেষে সকলের স্বতঃস্ফূর্ত অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *