BanshkhaliTimes

প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে বাঁশখালীর সন্তান ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের অভিযান

BanshkhaliTimesবাঁশখালী টাইমস: প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে অভিযান রাজশাহীতে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বাঁশখালীর কৃতি সন্তান তাসনীম জাহান।

পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান আইনত দণ্ডনীয়। এই আইন অমান্য করে রাজশাহী রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে ধূমপান করছিলেন ধূমপায়ীরা।
এ অবস্থায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটজনকে আটক করে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে দুই হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে সহকারী কমিশনার তাসনীম জাহান বলেন, অভিযান চলাকালে তামাক নিয়ন্ত্রণ আইনের ৪-এর উপধারা-২ লঙ্ঘন করায় সাতজনকে জরিমানা করা হয়েছে।
একই আইনের ৫-এর (ছ) ধারা লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে আরেকজনকে জরিমানা করা হয়েছে। এই আটজনের কাছ থেকে মোট দুই হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তাসনীম জাহান আরও বলেন, পাবলিক প্লেসে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাবলিক প্লেসে ধূমপানের ফলে ধূমপায়ী নিজে ক্ষতিগ্রস্তের পাশাপাশি তার আশেপাশে থাকা অধূমপায়ীরা সমান ক্ষতিগ্রস্ত হন। তাই তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য তাসনীম জাহানের বাড়ি বাঁশখালীর চেচুরিয়া গ্রামের কুলীন পাড়ায়। তিনি প্রখ্যাত সমাজসেবী, সংগঠক ও বাঁশখালী সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মরহুম সিরাজুল কবিরের একমাত্র মেয়ে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *