BanshkhaliTimes

প্রকাশিত সংবাদের সংশোধনী: বিএনপির মনোনয়নপত্র নেননি মাহমুদা চৌধুরী ঝর্ণা

বাঁশখালী টাইমস: গতকাল চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপির যে ৫ জনের মনোনয়নপত্র কেনার খবর বাঁশখালী টাইমসে প্রকাশিত হয়েছে তার মধ্যে মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণার মনোনয়ন ফরম কেনার খবরটি সঠিক নয়। ভুল তথ্যে এই খবরটি বাঁশখালী টাইমসে প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা কোনও ধরনের মনোনয়ন পত্র কেনেননি।

পাঠককে অনাকাঙ্ক্ষিত ভুল তথ্য প্রদানের জন্য বাঁশখালী টাইমস কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করছে।

মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, প্রকৃতপক্ষে তিনি তাঁর মায়ের অসুস্থতাজনিত কারণে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এই খবরটা জেনে কতিপয় কুচক্রীমহল অসাধু উদ্দেশ্য নিয়ে বাঁশখালী টাইমসকে ভুল তথ্য দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। এতে করে মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণার পরিবার বিব্রতকর অবস্থায় পড়ে যায়। মূলত মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণার ভাই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য রিয়াজ উদ্দীন চৌধুরী সুমনের তুমুল জনপ্রিয়তাকে নষ্ট করার হীন উদ্দেশ্য নিয়ে এই ভুল তথ্যটি বাঁশখালী টাইমসকে সরবরাহ করে। এই অনাকাঙ্ক্ষিত তথ্য সরবরাহের জন্য বাঁশখালী টাইমস আবারও দুঃখপ্রকাশ করছে। সাথে এ-ও জানিয়ে রাখা হচ্ছে যে, ভবিষ্যতে সংবাদপ্রকাশে আরো সতর্ক ও বিশ্বস্থ সূত্র থেকে সংবাদের তথ্য সংগ্রহে বাঁশখালী টাইমস সজাগ থাকবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *