প্যাসিফিক ইয়থ সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ি এলাকায় ফ্রেন্ডস কিসেন রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজনীতিক ও কলামিস্ট ড. মাসুম চৌধুরী।
প্যাসিফিক ইয়থ সোসাইটির সাধারণ সম্পাদক নমিউল হক তোফাইলের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন কালাম মোহাম্মদ এরদোগান।
অনুষ্ঠানে ড. মাসুম চৌধুরী বলেন, আগামীর বিশ্ব তরুণদের হাতে। তোমরাই তারুণ্যের প্রতীক। আগামী বিশ বছরে পৃথিবী অনেক বদলে যাবে। তোমরা যদি ৩০ বছর ঘুমিয়ে থাকার পর উঠে দেখবে পৃথিবীকে চিনতে পারছনা।
তিনি বলেন, “মানুষকে খারাপ বিষয়ই সবচেয়ে বেশি আকর্ষণ করে। তরুণ সমাজ সে খারাপ পথে বেশি ধাবিত হচ্ছে। যা সমাজের জন্য অশনি সংকেত। ব্যতিক্রম হলো তোমাদের সে খারাপ দিক আকর্ষণ করেনি। সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে মানুষের জন্য, মানবতার জন্য, সমাজের জন্য কাজ করছ।”
এসময় বক্তব্য রাখেন রবিউল ইসলাম জুয়েল, সাদমান সাকিব। উপস্থিত ছিলেন তাসওয়ারুল ইসলাম তিশান, মো. ইমরান, মো. নিজামী, আসিফ বিন আফতাব, সাইদুল ইসলাম, সাইফুদ্দিন, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, মো. মেহেরাব প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন।
প্রেস বিজ্ঞপ্তি ||