BanshkhaliTimes

পৌর এলাকার ১৮০ পরিবারে পৌঁছল সরকারী খাদ্যসামগ্রী

BanshkhaliTimes

মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী পৌরসভা এলাকায় দরিদ্র অসহায় দিনমজুর অস্বচ্ছল হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী। সরকারী ভাবে বাঁশখালী পৌরসভার অসচ্ছল ১৮০ পবিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (৮ এপ্রিল) দিনব্যাপী পৌর কার্যালয় থেকে এ খাদ্য সামগ্রী হতদরিদ্র অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন বাঁশখালী পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামীলীগর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী। পর্যায়ক্রমে স্ব স্ব ওর্য়াড কাউন্সিলরগণ ও সহকারী কৃষি কর্মকর্তা দিনব্যাপি নিজ নিজ ওয়ার্ডে এসব ত্রাণ সামগ্রী অস্বচ্ছল, হতদরিদ্র ,দিন মজুরদের কাছে পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কৃষি কর্মকর্তা ট্যাগ অফিসার মুজিবুর রহমান, প্যানেল মেয়র-১ দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা বেলাল , মোঃ মারুফ লসহ প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরগণ ও পৌরসভার কর্মকর্তা কমর্চারীরা। খাদ্য সামগ্রী বিতরণ কালে বাঁশখালী পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামীলীগর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী বলেন, সম্প্রতি মহামারী আকার ধারণ করেছে করােনা ভাইরাস নামক এক প্রাণঘাতী রােগ। এই ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলতে গিয়ে কর্মহীন হয়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র পরিবার গুলো। যার পরিপ্রেক্ষিতে ওইসব অসহায় দরিদ্র পরিবারগুলোর দুঃখ দুদর্শা লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাঁশখালীর এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশনায় সরকারী ভাবে আমরা পৌরএলাকা ১৮০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবাই পাবে। তিনি এই ভয়াবাহ করোনা মহামারি থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মেনে সচেতনতা থাকার জন্য অনুরোধ করেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *