মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়িত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় পৌরসভা এলাকায় উপকারভোগীদের জন্য উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২ দিন ব্যাপি হেলথ ক্যাম্প এর শুভ উদ্বোধন সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৪ টায় পৌরসভা মিলনায়তন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী শিহাবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সোলতানা, মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, রোজিনা আক্তার, কাউন্সিলর আবদুর রহমান, তপন কান্তি বড়ুয়া, আজগর হোসেন, মিয়ারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আক্তার হোসেন প্রমুখ।
এতে গর্ভবতী মা ও ভাতা সুবিধাভোগীদের মাঝে খাবার স্যালাইন, সাবান ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।