মুহাম্মদ মিজান বিন তাহের: রবি আজিয়াটা লিমিটেড অনুমোদিত এয়ারটেলের ডিস্ট্রিভিউটর নিউ চৌধুরী -২ বাঁশখালী শাখা উপজেলা পৌরসদরস্থ বাহার উল্লাহ পাড়া আলতাফ মার্কেটে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় রবি এয়ারটেল লিমিটেড এর চট্টগ্রাম দক্ষিণ জেলা ডিস্ট্রিক সেলস ম্যানেজার মুহাম্মদ খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ক্যালাসটার মার্কেট ডাইরেক্টর (সিএমডি) মুহাম্মদ নজির আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, এয়ারটেল দক্ষিণ জেলার রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ হামিদুল হক,রবি ডিস্টিভিউটর বাঁশখালী শাখার প্রোপ্রাইটর মুহাম্মদ লুৎফুর রহমান, সাইফুর রহমান চৌধুরী, শাকিল বিন ইসলাম,ডিস্টিভিউটর ম্যানেজার, সেইলস প্রতিনিধি এবং বিভিন্ন এরিয়া রিটেইলারবৃন্দসহ স্হানীয় গর্ন্যমান্য ব্যক্তিবর্গ।