
বাঁশখালী টাইমস: বাঁশখালী পৌরসভা ছাত্রদল ৫নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির অাহবায়ক, মেয়র অালহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব অাতিকুর রহমান ফারুকী, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার অালম, বিএনপি নেতা মফিজুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ ও রাজনীতিবীদ মোঃ হোছাইন, বিএনপি নেতা শফিকুল ইসলাম, হেলালুল ইসলাম, যুবদল যুগ্ম সম্পাদক মোঃ শোয়াইব, যুবনেতা ফারুক, নাসিম, মরতুজা আলী, মনু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হাছান হোসাইনী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের সাধারন সম্পাদক ওসমান গণি মুজাহিদ।
৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হুমায়ন অাহমেদ রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন শওকত তানভীরের পরিচালনায় পৌরসভা ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত কর্মী সম্মেলনে ৫নং ওয়ার্ডের ৬১সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বাঁশখালী পৌরসভা ছাত্রদল।