তাফহীমুল ইসলাম, বাঁশখালী- আসন্ন বাঁশখালী পৌরসভা নির্বাচনে ০৩ নাম্বার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন তরুণ সাংবাদিক জসীম উদ্দীন। জসীম উদ্দীন চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টিভি সিপ্লাস টিভির বাঁশখালী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে জসীম উদ্দীন চট্টগ্রাম আদালতের শিক্ষানবীশ আইনজীবীও।
সাংবাদিক জসীম উদ্দীন পেশাগত দক্ষতার মাধ্যমে ইতিমধ্যে আলোচিত হয়েছেন। মাদক, অনিয়ম, দুর্নীতিসহ জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খবর প্রকাশ করে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। সাহসী সাংবাদিক হিসেবে পেয়েছেন নানা মহলের স্বীকৃতিও।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিক জসীম উদ্দীন বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে ০৩ নাম্বার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হবো। জনগণ আমাকে খুব আশ্বস্ত করছে, সাড়া দিচ্ছে। নির্বাচিত হলে আমার ওয়ার্ডে মাদকের কোন অস্তিত্ব রাখবো না। মাদককে জীবন বাজি রেখে প্রতিহত করবো। তিন নাম্বার ওয়ার্ডকে পৌরসভার দুর্নীতিমুক্ত, আধুনিক ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করবো। আমি সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করি।’