পৌরসভা প্রতিনিধি: বাঁশখালী পৌরসভা কর্মচারী সংসদের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
বাঁশখালী পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম মোহাম্মদের সভাপতিত্বে পৌর কার্যালয়ে অাজ সকাল ১১.০০টার সময়রকমিটি গঠন উপলক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পৌরসভা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। সভার উপস্থিত সদস্যদের সর্ব সম্মত সিদ্ধান্তে নিম্নরূপ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
১। নুরুল ইসলাম, সহকারী কর আদায়কারী, সভাপতি,
২। শহিদুল ইসলাম,নি:স: কা:মুদ্রা,সহ-সভাপতি
৩। বাবুল কান্তি বড়ুয়া ( অনু বড়ুয়া), লাইসেন্স পরিদর্শক, সাধারণ সম্পাদক,
৪। আবদুল মান্নান, নি: স: কা: মুদ্রা, যুগ্ন-সাধারন সম্পাদক,
৫। মোহাম্মদ আলী হোসেন, কার্য-সহকারী, সাংগঠনিক সম্পাদক,
৬। মো: নাছির উদ্দিন,নিরাপত্তা প্রহরী, দপ্তর সম্পাদক,
৭। রিনা আক্তার, টিকাদানকারী মহিলা, অর্থ- সম্পাদক,
৮। সিরাজ মিয়া, অফিস সহায়ক, সহ- অর্থ-সম্পাদক,
৯। মুহাম্মদ শহীদুল আলম, সহ: কর: নির্ধারক, প্রচার ও প্রকাশনা সম্পাদক,
১০। শাহ আলম, রোড রোলার চালক, সদস্য,
১১। মো: সেলিম, বিদ্যুৎ হেলপার, সদস্য।
পরিশেষে আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম মূলতবি ঘোষণা করেন।