মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নৌকার মাঝি হলেন বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোসাইন।
শনিবার (০৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ সিদ্ধান্ত হয়।
রাত ১০ টায় বিষয়টি দলীয় সূত্র নিশ্চিত করেছে। দলীয় সূত্রে জানা যায়, মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ১১ জন। তারা হলেন, বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী,উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ.লীগের সভাপতি রেহানা আক্তার কাজেমী, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনছুর আলী, পৌর যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, মাহমুদুল ইসলাম, মৌলভী আক্তার হোসেন।
আগামী ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।