শাহাব উদ্দিন তালুকদারঃ উপকুলীয় গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আজিজ আহমদের সভাপতিত্বে মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সারওয়ার করিম, রহিমুল্লাহ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামুলক বক্তব্য রাখেন এবং তাদের নৈতিক ও মানবিক চরিত্র গঠনের আহ্বান জানান।