পূর্ব বড়ঘোনায় ২০ আগ্নেয়াস্ত্রসহ আটক ৩
২৩ জুন রাত আটটার সময় ২০ টি আগ্নেয়াস্ত্র ও ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বাঁশখালী থানার এসআই মাসুদ রানা, এসআই আবু হানিফ, এএসআই নুরুন্নবী টিপু ও তাদের ফোর্সসহ ৯নং গন্ডামারা ইউনিয়নের বাংলাবাজার এলাকা হতে ১ টি একনালা বন্দুক, ২ টি এলজি, ১০ রাউন্ড তাজা কার্তুজসহ রেজি. বিহীন একটি সিএনজি জব্দ করত: ৩ জনকে গ্রেফতার করে ১৮৭৮ সনের আর্ম এ্যাক্টে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের একজন সাবেক মেম্বার কাশেমের ছেলে।
ওসি সালাউদ্দীন হীরা জানান, জনগন আমাকে সহায়তা করলে এমন অভিযানের জন্য আমি ও আমার টিম সদা প্রস্তুত। টিম বাঁশখালীর নিয়মিত অভিযান চলবে।