পূর্ব বাগমারা আইডিয়াল ট্রাস্টের ২০১৯-২০ অর্থ বছরের ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে।
কমিটি নিম্নরূপ-
১)সভাপতি – মোঃ শওকত উল্লাহ
২)সাধারন সম্পাদক – মোঃ কুতুব উদ্দিন ছোটন
৩) সিনিয়র সহ সভাপতি – মোঃ আবু সিদ্দিক
৪) সিনিয়র সহ সভাপতি – এ এম রাসেল জনি
৫)সহ সভাপতি – মোঃ আবু বক্কর
৬) সহ সাধারন সম্পাদক – মোঃ সাদ্দাম হোসাইন
৭) সহ সাধারন সম্পাদক – মোঃ জয়নাল আবেদীন
৮)অর্থ সম্পাদক – মোঃ মঈদ উদ্দিন বাবলু
৯) সহ অর্থ সম্পাদক- মোঃ আকতারুল ইসলাম
১০) সাংগঠনিক সম্পাদক – মোঃ সাইদুর জামান
১১) সহ সাংগঠনিক সম্পাদক – মোঃ রাশেদ
১২) শিক্ষা সম্পাদক – মোঃ রিশাদুল ইসলাম
১৩) সহ শিক্ষা সম্পাদক – মোঃ সেলিম
১৪) ক্রীড়া সম্পাদক – মোঃ রিয়াদ
১৫) সহ ক্রীড়া সম্পাদক – মোঃ তৌহিদুল ইসলাম
১৬) প্রচার সম্পাদক – মোঃ সোহেল
১৭) সহ প্রচার সম্পাদক – মোঃ ফখরুদ্দীন লিটন
১৮) হামেদ হাসান শাকিল
২০১০ সালের কোন এক পড়ন্ত বিকেলের সন্ধ্যার আগমনি বার্তায় পূর্ব বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় অত্র এলাকার ২১ জন মেধাবী ও শিক্ষিত যুবক নিয়ে আজকের পুর্ব বাগমারা আইডিয়াল ট্রাস্ট এর শুভ সুচনা হয়েছিল। অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা কয়েকজন শিক্ষিত যুবক মিলে কাকতালীয়ভাবে একটা ক্লাব করার প্রত্যয় ব্যক্ত করলে সবাই একমত হয়ে সেইদিনই প্রতিটি সদস্যর বাড়ী বাড়ী গিয়ে সবাইকে মুহুর্তেই এক জায়গায় মিলিত করে সিদ্ধান্ত গ্রহণ করি এবং বর্তমান আইডিয়াল ট্রাস্ট গঠন করি। হাটি হাটি পা পা করে আজ আইডিয়াল ট্রাস্ট পুরো ইউনিয়নের একটা নামি সংগঠন। আইডিয়াল ট্রাস্ট দীর্ঘদিন যাবত সুনামের সহীত শিক্ষা বৃত্তি, গরীব ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও এলাকার গরীব মানুষদের বিভিন্নভাবে আর্থিক ও বিভিন্ন উপকরন দিয়ে সহযোগিতাসহ এলাকার ও সমাজে পরিবর্তনশীল কাজে নিয়োজিত আছে। সমাজ পরিবর্তন ও শিক্ষার উন্নয়নের লক্ষই আইডিয়াল ট্রাস্ট এর মূল লক্ষ্য। ২১ জন প্রতিষ্ঠাকালীন সদস্য নিয়ে এর যাত্রা শুরু হলেও প্রতি বছর এস এস সি পাশ কৃত ছাত্র ভর্তির মাধ্যমে এর সদস্য সংখ্যা ৪০ এর অধিক, যার হাত ধরে আইডিয়াল ট্রাস্ট এগিয়ে যাচ্ছে স্বর্নালী শিখরে।
প্রেস বিজ্ঞপ্তি