পূর্ব পালেগ্রাম শাহ মজিদিয়া নার্সারির পূর্ব সংলগ্ন মাঠে পূর্ব পালেগ্রাম একুশে ক্লাব শর্ট পিস ক্রিকেট টুনামেন্টের উদ্বোধনী খেলা ২৩ ফেব্রুয়ারী বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়, উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন মো. ফয়সাল,উক্ত উদ্বোধনী খেলায়
উদ্বোধক ছিলেন,৫নং কালীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.নোমান,বিশেষ অতিথি ছিলেন,৫নং কালীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.রাশেদুল অালম,উক্ত উদ্বোধনী খেলা পরিচালনা করেন একুশে ক্লাবের ক্রিকেট কোর্স সাজ্জাদ হোসেন, মো.সায়েদ,মো.আকিব, উদ্বোধনী খেলায় সিকান্দর মিয়াজীর বাড়ি একাদশকে ৭ রানে পরাজিত করে নাছির মোহাম্মদ পাড়া একাদশ,ম্যান অব দ্যা ম্যাচ হিসাবে নির্বাচিত হয়েছেন মেহেরাজ,অনুষ্ঠান পরিচালনা করেন,টুনামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো,এসফাক,সম্পাদক মো.মামুন