মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী পৌরসভাস্থ পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার দুপুরে প্রাক- প্রাথমিক ডিজিটাল পাঠকক্ষের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মাদ ইলিয়াস হোসেন। এ সময় তিনি বিদ্যালয়ে প্রায় ঘণ্টাখানেক শিক্ষার্থীদের সাথে সময় কাটান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মানসন্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয় হতে ঝরে পড়া রোধকল্পে অভিভাবক সমাবেশ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ ও অভিভাবক সমাবেশে যোগদান শেষে পৌরসভা সদরের পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি।
বিদ্যালয় পরিদর্শনের সময় হঠাৎ চতুর্থ শ্রেণিতে ঢুকে পড়েন জেলা প্রশাসক। এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রশ্ন করেন, এক পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা কেউ এসব অঙ্কের সমাধান করতে পারবে? শিক্ষার্থীদের পক্ষ থেকে মেলে সমাধানও। বিভিন্ন ইংরেজী শব্দের অর্থ জিজ্ঞেস করেন এবং শিক্ষার্থীরা তার উত্তর দেন। ভালো পড়াশোনা করতে উৎসাহিত করেন বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের।
পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিদ্যালয়ের সম্পদ সংরক্ষণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেন জেলা প্রশাসক ।
এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল ইসলাম, পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ মুহাম্মদ আজাদ, মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, ৪ নং ওয়ার্ডের কাউন্সির অাজগর হোসেন, বাঁশখালী ওলামালীগের সভাপতি মাওঃ অাক্তার হোসেন, বিদ্যালয়ের শিক্ষিকা আকলিমা নাছরিন, মরিয়ম বেগম, নাছিমা আক্তার প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে তিনি গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, ডায়েরি এবং বিভিন্ন খেলনা ও নাস্তা বিতরণ করেন।