বৈলছড়ি ইউনিয়নের খদুলা পাড়াস্থ গাউছিয়া জামিলা ইবাদতের প্রাঙ্গনে প্রতিষ্ঠাতা আহবায়ক মুহাম্মদ আরিফের সঞ্চালনায় পূর্ব চেচুরিয়া খদুলা পড়া সুন্নী সংস্থার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত গতকাল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন খদুলা পাড়া কেন্দ্রীয় জামে মাসজিদের খতিব এবং অত্র সংস্থার প্রধান উপদেষ্টা মাওলানা মকবুল আহমদ আল- কাদেরী, আরো উপস্থিত ছিলেন অত্র সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ মনজুর আলম, ইউপি সদস্য আব্দুর রহমান, ছাত্রনেতা আবদুল আলীম, খদুলা পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, ব্যাংকার জাফর আহমদ, ইয়াকুব হোসেন সাওদাগর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত কাউন্সিল অধিবেশনের সভাপতিত্ব করেন ইউপি সদস্য জনাব আব্দুর রহমান।
কাউন্সিল অধিবেশনে সদস্যদের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে সদস্যদের মতামতের ভিত্তিতে মুহাম্মদ আরিফকে সভাপতি মুহাম্মদ শাখাওয়াত হোসেনকে সিনিয়র সহ-সভাপতি এবং হাফেজ মুহাম্মদ ইউছুফে সাধারণ সম্পাদক ও ফোরকান উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তি।