বাঁশখালীতে চেচুরিয়া এলাকায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া সুন্নী জাগরণ সংস্থার পক্ষ থেকে অসচ্ছল হতদরিদ্র ১০০ টি পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোজ শনিবার যোহরের নামাজের পর পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া অদুদিয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এসব ইফতার সামগ্রী বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংস্থার সম্মানিত উপদেষ্টা এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মনজুর আলম মনজুর, ছাত্রনেতা শাহাদত হোসেন মানিক, অত্র এলাকার ইউপি সদস্য জনাব আব্দুর রহমান, ছাত্রনেতা আব্দুল আলীম, বিশিষ্ট সমাজসেবক জনাব শহিদুল ইসলাম, ব্যাংকার জাফর আহমেদ, মাহমদুল ইসলাম সাওদাগর, ব্যাবসায়ী ইয়াকুব হোসেন প্রমূখ।
এসব ইফতার সামগ্রী সংগঠনের সদস্যরা অসহায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি পৌঁছে দেন।
এই সময় সংগঠনের সভাপতি মুহাম্মদ আরিফ বলেন, আমাদের এই ইফতার বিতরণ কর্মসূচি সফল করতে নেপথ্যে থেকে অনেকেই পরমর্শ সহযোগিতা এবং শ্রম দিয়ে এগিয়ে এসেছেন, সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। (বিজ্ঞপ্তি)