বাঁশখালী টাইমস: গত ১১ তারিখে চট্টগ্রামের পত্রিকা দৈনিক পূর্বকোণ ‘বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারে তৃতীয় খালেদা’ শিরোনামে একটি নিউজ প্রকাশ করে। যেটি সম্পূর্ণ ভিত্তিহীন। পরের দিন আবার দুঃখ প্রকাশ করে আরেকটি নিউজ প্রকাশ করে পূর্বকোণ। এই সংবাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আজ ১৫ অক্টোবর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে দৈনিক পূর্বকোণ এর বিরুদ্ধে ৫৭ ধারায় তথ্যপ্রযুক্তি আইনে মানহানি মামলা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি, একাদশ জাতীয় নির্বাচনে বাঁশখালী থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ইফতেখার হোসাইন চৌধুরী মহসিন। তিনি মামলার ব্যাপারে বলেনপূর্বকোণের এ নিউজ প্রকাশ পরিকল্পিত। শুধুমাত্র খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে পূর্বকোণ এ নিউজ প্রকাশ করেছে। যার কারণে দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত লেগেছে। তাই তিনি একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে এর সুরাহা করতে আদালতের শরণাপন্ন হয়েছেন।
পরে দুপুর তিনটায় মামলাটির শুনানী শেষে মামলাটি খারিজ করে দেন চট্টগ্রাম মহানগরের ৬ষ্ঠ ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত।
মামলাটি খারিজ হওয়ার পর মামলার বাদী মহসিন জানান- তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন।