বাণীগ্রাম প্রতিনিধি : বাণীগ্রাম পূর্বপাড়া সার্বজনীন শারদীয়া দুর্গোৎসবের পক্ষ হতে বাণীগ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা চলছে। সকাল থেকে শুরু হয়ে বিকাল-অবধি চলবে এই চিকিৎসাসেবা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ, সার্জারি, মেডিসিন ও দন্ত বিশেষজ্ঞরা এই সেবাদানে নিজেকে নিয়োজিত করেছেন।
সকাল থেকে শতাধিক রোগী এই চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানা গেছে।