বাঁশখালী টাইমস: আজ বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বাঁশখালীর মেধাবী তরুণ আবুল হাসনাত হিরো। তাঁর জন্ম বাঁশখালীর পুইঁছড়ি গ্রামে। হিরো ২০০৮ সালে নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১০ সালে চট্টগ্রাম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক সম্পন্ন করে। উল্লেখ্য, সে সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও সুপারিশপ্রাপ্ত হয় এবং ৩৮ তম বিসিএস ভাইভাতে অংশ নেয়।
এবার সাব ইন্সপেক্টর পদে বাঁশখালী হতে ৫ জন সুপারিশপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।
