BanshkhaliTimes

“পুকুরিয়া ৪নং ওয়ার্ডে নতুন বিদ্যুৎসংযোগ চাই”

পুকুরিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আসহাব উদ্দীন সাহেব ও ৪ নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার আমজাদ ভাই সমীপে…

বিষয়: বিদ্যুৎসংযোগ চাই

পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চন্দ্রপুর নয়া পাড়া এলাকাবাসী ও সম্মানিত আলহাজ আসহাব উদ্দীন চেয়ারম্যানের পার্শবর্তী এলাকা আজ থেকে ২০-২৫ বছর যাবৎ পাশাপাশি ২০০ ঘরের বসবাস। এত বছর বসবাস করার পরেও এখনও বিদ্যুতের দেখা নেই। প্রতিনিয়ত বিদ্যুতের অভাবে, বন্যহাতির অত্যাচারে রাতে মানুষ চলাচল করতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎহীন এলাকাটা অন্ধকার হয়ে থাকে বলে ঘন ঘন হাতির অনুপ্রবেশ ঘটে, যা রীতিমত একটা ভীতিকর অবস্থা!
এলাকায় উন্নয়ন হচ্ছে। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই বিদ্যুৎহীনতা! ছেলেমেয়েরা লেখাপড়া করতে সমস্যা, বিদ্যুতের অভাবে মোবাইল চার্জ দেওয়া থেকে শুরু করে অনেক কাজে সমস্যা হচ্ছে। প্লিজ, চেয়ারম্যান ও মেম্বার সাহেব, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমরা অসহায়।

বিদ্যুতের জন্য অনেক দরখাস্ত করার পরেও কোনো সমাধান নেই। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, এমন কোনো ঘর নেই বিদ্যুৎ ছাড়া, আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলো দিন দিন উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এমন দিনে আমাদের অন্ধকার বসবাস করতে থাকব? জানি না এসব থেকে কবে মুক্তি হবে?

অনুরোধে

এলাকাবাসী
৪নং ওয়ার্ড, পুকুরিয়া ইউনিয়ন পরিষদ

BanshkhaliTimes
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *