মু. মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম পুকুরিয়া তেচ্ছিপাড়ায় ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১০ ডিসেম্বর) গভীর রাতে এ অগ্নিকান্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডে সর্ম্পূণ ২টি বসতঘরের সমস্ত মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়। সংঘটিত এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পশ্চিম পুকুরিয়া ৬ নং ওয়ার্ডের তেচ্ছিপাড়া মরহুম আব্দুল মতলবের বাড়ির আব্দুল মতলবের পুত্র ছালেহ আহমদ ও মৃত ছৈয়দ আহমেদর পুত্র মো: জুনায়েদের বাড়ির সমস্ত মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৬-৬ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে
জানা যায়।
ইউপি সদস্য মোঃ ফরিদ আহমদ জানান, গভীর রাতে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। স্থানীয় জনসাধারণ ও আনোয়ারা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৬-৬ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।