
পুকুরিয়া প্রতিনিধি, বাঁশখালী টাইমস: পুকুরিয়া চা বাগান রোডের পল্লান পাড়া মৌলভী অলি আহমেদ বাড়ী সংলগ্ন স্থানে চা বাগানের সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি ছড়ায় উল্টে গেছে।
এতে ঘটনাস্থলে ড্রাইভারসহ ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের চা বাগান ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চা বাগান রোড প্রয়োজনের তুলনায় সরু হওয়ায় ঝুঁকি নিয়ে যান চলাচল করে বলে জানায় এলাকাবাসী।