পুকুরিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ সিকদারের পক্ষ থেকে অত্র ইউনিয়নে পর্যায়ক্রমে ১০০১ পরিবারের জন্য উপহার হিসেবে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি দেওয়া হয়েছে। উক্ত উপহার সামগ্রী পুকুরিয়ার নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আগামী দিনে যাতে এভাবে মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এই দোয়া কামনা করেছেন। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের দেশের এই সংকট মূহুর্তে অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি