রশিদুল করিম: পুকুরিয়া ইউনিয়নে জঙলি হাতির তাণ্ডবে এক মুক্তিযোদ্ধার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ ওয়ার্ডের দক্ষিণ পাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের (প্রকাশ বড় ভেদু) বাড়িতে গতরাত ১১.৩০ মিনিটের দিকে একদল বন্যহাতি হানা দেয়।
এসময় বন্যহাতির দল উক্ত বাড়িতে ২ ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে রাত ১.৩০ মিনিটে দিকে চলে যায়।
বন্যহাতির তাণ্ডবে কেউ হতাহত না হলেও এসময় ঘরের উল্ল্যেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্থ হয় বলে জানা যায়।
সাম্প্রতিক সময়ে পাহাড়ে খাদ্য সংকটের ফলে প্রায় প্রতিদিনই সন্ধ্যা নামার পরপরই বন্যহাতির দল লোকালয়ে হানা দেয়।
এতে জানমালের বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।