ইউনিয়ন ডেস্কঃ পুকুরিয়া ( Pukuria ) চৌমুহনী সিএনজি চালক সমিতির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
আলোর পরশ কমিউনিটি সেন্টারে আ,ন,ম নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া ( Pukuria ) ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোছাইন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর-বেলগাঁও চা-বাগানের ম্যানেজার আবুল বাশার। রাত ৮টায় অনুষ্ঠিত এ সভায় আলোচনা, নৈশভোজ ও সমিতির অভিষিক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান আক্তার হোছাইন। এতে সদ্য নির্বাচিত কমিটির সভাপতি আব্দু শুক্কুর, সাধারণ সম্পাদক ছাবের আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।