মঈনুল আজীম, বাঁশখালী টাইমস: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ পুকুরিয়া চাঁদপুরের ঐতিহাসিক চৌদ্দ নাম্বার মাঠে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন পার্বত্য জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আবুল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে শাব্বির ইকবাল বলেন- ‘খেলাধুলা মানুষের চিত্তের পরিশুদ্ধতা আনে, সামাজিক অবক্ষয় রোধে খেলাধূলার ভূমিকা অনস্বীকার্য।’
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী মা-মণি জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মহি উদ্দীন, বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক কবি কমরুদ্দিন আহমদ, ইউপি সদস্য ফরিদ আহমদ, মোহাম্মদ আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ধারাভাষ্যকার ও
সঞ্চালনায় ছিলেন ছরোয়ার আলম।
উদ্বোধনী খেলায় কিষোয়ান গ্রুপ ও চাঁদপুর রাইজিং স্টার ক্রিকেট একাদশ পরস্পরের মুখোমুখি হয়।