বিটি প্রতিবেদনঃ বাঁশখালী ( Banshkhali ) উপজেলা প্রশাসনের আইন শৃংখলা কমিটির সভা সম্প্রতি ইউএনও অফিসে অনুষ্ঠিত হয়েছে। সাম্রদায়িক সম্প্রীতি রক্ষা বিষয়ক আলোচনায় পুকুরিয়ার ২৪টি ফেসবুক ফেইক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রাথমিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষে ২৪টি ফেইক আইডির তালিকা প্রশাসনের হাতে আছে বলে নিশ্চিত করেছেন পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোছাইন। তিনি বাঁশখালী টাইমসকে জানান, বেশ কিছুদিন ধরে এসব আইডি সাম্রদায়িক সম্প্রীতিবিরোধী কর্মকান্ড ও বিশেষ ব্যক্তির চরিত্রহননের মতো গর্হিত কাজ করে যাচ্ছে যা এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
পুকুরিয়ার ( Pukuria ) চেয়ারম্যানের টাইমলাইনে প্রকাশিত পোস্টমতে অভিযুক্ত আইডিগুলোর মধ্যে রয়েছে আবুল হোছাইন, মান্নান মিয়া, চাদ মামা, বদি আলম, A H Tarek, আন্ডারওয়ার্ল্ড ডন, বটতলার উকিল, প্রতিবাদি কন্ঠ, মগাতান্ত্রিক বাবা, বারাক ওবামা, ভয়েচ অব পুকুরিয়া, আমি মুসলিম, ইসলামি ছাত্রশিবির পুকুরিয়া, Rubel Akon, শফিকুল ইসলাম, স্পাই মিশন, মুজো কুম্মা পিচ, Shima chy, বাদি আমি সত্য, আওয়ামী ওলামালীগ পুকুরিয়া ( Pukuria ) শাখা, রাজনীতীর সূচনা, সেইভ পুকুরিয়া, অজানা মানুষ, আব্বু আব্বু, আব্দু শুক্কুর, তানিম সুলতানা রিপা।
সভায় এলাকার শান্তিরক্ষার স্বার্থে সবাইকে অনলাইনে এসব নোংরা কর্মকান্ড থেকে সরে আসার আহবান জানানো হয়। বাঁশখালীর ( Banshkhali ) ইউএনও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাঁশখালী থানার ওসি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।