বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও গ্রামের কৃতি ব্যক্তিত্ব ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রতিথযশা ব্যাংকার জনাব এ বি এম মোকাম্মেল হক চৌধুরী পুকুরিয়া ইউনিয়নের সর্বমোট ১৮০০ পরিবারে প্রয়োজনীয় ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন।
এছাড়াও তিনি বছরজুড়ে রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও সেবামূলক জনহিতকর বিভিন্ন কাজের সাথে জড়িত রয়েছেন।
দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের নিম্নবিত্ত পরিবারের লোকজন খুব কষ্টে দিনাতিপাত করছে, এদের পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা খুব কষ্টে আছে।
সচেতনমহলের প্রত্যাশা, বাঁশখালীর বিভিন্ন বিত্তবান পেশাজীবীরা এই দুর্যোগ পরিস্থিতিতে মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ত্রাণ নিয়ে হাজির হলে অনেকাংশে স্বস্তি পাবে বাঁশখালীর নিম্নবিত্ত জনসাধারণ।