পুকুরিয়া প্রতিনিধি : বাঁশখালীর ১ নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের নতুন ভোটারদের ছবি তোলা হবে। নতুন ভোটার হতে ইচ্ছুকরা মেম্বার ফরিদ আহমেদ, প্যানেল চেয়ারম্যান, ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদ ও আনিস মহিউদ্দীনের সাথে
(প্রধান শিক্ষক, হাজিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়) যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
ওয়ার্ড_নং :১,২,৩,৪ ও ৯
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
ওয়ার্ড_নং: ৫,৬,৭ ও ৮
বুধবার, ১১ অক্টোবর ২০১৭
সময় : সকাল ৯ টা–বিকাল ৫ টা পর্যন্ত
স্থান :১ নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।