পুকুরিয়ার চেয়ারম্যান আসহাব উদ্দীনের বিরুদ্ধে হত্যা-মামলা রুজু

১নং পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আসহাব উদ্দীনের (৬৩) বিরুদ্ধে আবারো আদালতে মামলা হয়েছে। এ মামলায় এক দশক আগে পাহাড় কাটার সময় দুই দিনমজুরের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়।
.
মঙ্গলবার (২১ নভেম্বর) চট্টগ্রামের জেষ্ঠ্য বিচারিক হাকিম হোসেন মো. রেজার আদালতে বাঁশখালীর চন্দ্রপুরের বাসিন্দা মোস্তাকিম উদ্দিন শিপু বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলাটি গ্রহণ করে জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে আদালতের পেশকার নজরুল ইসলাম জানিয়েছেন।

মামলার আরজিতে বলা হয়, খামার স্থাপনের জন্য পাহাড়ের মাটি কাটার সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়নি। যে কারণে ২০০৭ সালের জুন মাসে বাঁশখালীর চন্দ্রপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে কামাল (১২) এবং ২০০৮ সালের জানুয়ারি মাসে আব্দুল মাবুদের ছেলে আবু ছৈয়দ মাটিচাপা মৃত্যুবরণ করে। মো. আসহাব উদ্দিন তখন ইউপি সদস্য ছিলেন।

এক দশক পর মামলা দায়েরের কারণ সম্পর্কে আরজিতে বলা হয়েছে, ঘটনার পর এলাকার লোকজন বিচার চাইতে গেলে তাদের গুম করার হুমকি দিয়েছিলেন আসহাব উদ্দীন। ভয়ে গত ১০ বছর মামলা করতে পারেনি তাদের পরিবার।

বাদির আইনজীবী মোকাররম হোসেন বলেন, ইউপি চেয়ার‌ম্যানের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের হয়েছে।

প্রসঙ্গত,  গত সোমবার (২০ নভেম্বর) পোল্ট্রি ফার্ম স্থাপন করে পরিবেশ দূষণের অভিযোগে মো. আসহাব উদ্দীন ও তার ছেলে জয়নাল আবেদিনের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা দায়ের হয়। আদালত দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *