মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র সহ ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামীকে আটক করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছুড়ি মওলার পাড়া এলাকায় অভিযান চালিয়ে কালা মিয়ার পুত্র রহমত আলী (৪২) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি জব্দ করা হয়।
বাঁশখালীর অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তি পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছুড়ি মওলার পাড়া এলাকায় অভিযান চালিয়ে
দেশীয় তৈরি অস্ত্র সহ ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।