BanshkhaliTimes

পুইছড়ি জ্ঞান চর্চা পাঠাগার মেধাবৃত্তি ১ নভেম্বর

BanshkhaliTimes

পুইছড়ি জ্ঞান চর্চা পাঠাগারের উদ্যোগে ১ম বারের মতো “পুইছড়ি জ্ঞান চর্চা পাঠাগার মেধা বৃত্তি ২০১৯” আগামী ১ নভেম্বর জুমাবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় পুইছড়ি হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে চতুর্থ শ্রেণি এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা। উত্তীর্ণ শিক্ষার্থীদের চারটি গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এবং অংশগ্রহণ অনুযায়ী স্কুল প্রতি সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।

এ ব্যাপারে বিস্তারিত জানতে হেলাল উদ্দিন (01832-219828), শাহাদাত হোসাইন (01859360422) শাহাদাত ইসলাম (01856896756), জিদান (01848000840) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা গেল।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *