BanshkhaliTimes

পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শামিম উল্লাহ আদিল: রক্তের গ্রুপ জেনে নিন, মানব সেবায় রক্ত দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগারের সহযোগিতায় ২৯সেপ্টেম্বর শনিবার সকাল ১০:৩০ টা থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত বাঁশখালীর স্বনামধন্য প্রতিষ্ঠান মাষ্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজে অভিযাত্রিক বাঁশখালী ব্লাড ব্যাংক শাখার উদ্যোগে একটি “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিযাত্রিক ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোক্তার হোসেন।

দীর্ঘ ৪ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত উক্ত ব্লাড গ্রুপিং প্রোগ্রামে মোট ৩৫০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করে দেওয়ার পাশাপাশি মানব সেবায় রক্তদানের ব্যাপারেও তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। কর্মসূচিটি সফল ও স্বার্থক করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রোগ্রাম শেষে কলেজের প্রাঙ্গণে একটি পরামর্শ বৈঠক করা হয়।পরামর্শ বৈঠকে সবাই বলেন এমন একটি উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে নিঃস্বার্থভাবে মানব সেবায় এগিয়ে আসার জন্য অভিযাত্রিক ব্লাড ব্যাংক বাঁশখালী শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে ভবিষ্যতেও মানব সেবা মূলক যেকোন উদ্যোগে অভিযাত্রিক এর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *