পুইছড়ি কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় শিক্ষার্থীদের নিয়ে ব্যানার সহকারে শোভাযাত্রা করা হয়। সকাল ১১ টায় আলোচনা সভা অত্র বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে রেজাউল আজিম বাদশা, সাধারণ সম্পাদক এ্যালামাইন এসোসিয়েশন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যালামাইন এসোসিয়েশন এর আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপত্বিত করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ।
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহাকারী শিক্ষক ফরজানা ইয়াছমিন, দুর্গাপদ দাশ, ঊর্মি আকতার এবং ছাত্রলীগ নেতা মোঃ ওসমান।
অনুষ্টানে পবিত্র কোরান তেলোয়াত করেন মোঃ সোহেল। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাভিলা তাবাচ্ছুম বিভোর এবং সুমাইয়া ইসলাম পুষ্পা। অনুষ্ঠানে পরিচালনা করেন সহকারি শিক্ষক মিটুন কান্তি সুশীল।
