বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার ১১নং পুইছড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুইছড়ির কৃতি সন্তান রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ৩২৮২ এর ডেপুটি গভর্ণর রোটারিয়ান মুবিনুল হক মুবিন।
পুজামন্ডপ পরিদর্শনকালে রোটারিয়ান মুবিনুল হক মুবিন বলেন, ‘এদেশ অসম্প্রাদায়িক চেতনার দেশ। এদেশের রাষ্ট্র ক্ষমতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নাগরিকের সমান অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব -দুর্গা পুজা উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে আজ সম্প্রীতির বন্ধনে মিলিত হয়েছে। পুইছড়ি ইউনিয়ন হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মডেল ইউনিয়ন ইনশা আল্লাহ।’
শুভেচ্ছা বিনিময়কালে রোটারির পক্ষ থেকে পূজা কমিটির সভাপতিবৃন্দকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেয়া হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্চাসেবী সংগঠন একুশে ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা পরিচালক শামিম উল্লাহ আদিল, ছাত্রলীগ নেতা দলিলুর রহমান, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরফাত, নাপোড়া সার্বজনিন কালীবাড়ী পুযা পরিষদের সভাপতি রাজীব কান্তি গুহ, সুরণজিৎ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।